জন্ম তারিখ ইনপুট করুন:

দিন মাস বছর

যে তারিখে বয়স:

দিন মাস বছর

  

বয়স ক্যালকুলেটর যেভাবে ব্যবহার করবেন

আজকে আপনার বয়স কত বা একটি নির্দিষ্ট তারিখে আপনার বয়স কত হবে বা ছিল সেটি হিসাব করার জন্য আপনি আমাদের এই বয়স ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। এজন্য আপনাকে আপনার জন্ম তারিখ জানতে হবে। প্রথমত আপনি আপনার জন্মদিন কবে ছিল সেটি ইংরেজি সংখ্যায় ইনপুট করবেন। তারপর কত তম মাসে আপনার জন্ম তা ইংরেজি সংখ্যায় ইনপুট করবেন। এবং শেষে যে বছরে আপনার জন্ম তা ইংরেজি সংখ্যায় ইনপুট করবেন।

আপনি যদি আজকের তারিখে আপনার বয়স নির্ণয় করতে চান তবে তার জন্য নতুন করে কোন কিছু ইনপুট করতে হবে না। শুধুমাত্র 'বয়স দেখুন' বাটনে ক্লিক করলে আপনাকে আপনার বয়স দেখানো হবে। আপনি যদি কোন একটা নির্দিষ্ট তারিখে আপনার বয়স কত তা দেখতে চান তবে যে তারিখে বয়স দেখতে চান তা ইনপুট করে 'বয়স দেখুন' বাটনে ক্লিক করলে আপনাকে সেই তারিখে আপনার বয়স দেখানো হবে!

বয়স ক্যালকুলেটর যেভাবে কাজ করে:

কোন কিছুর বয়স নির্ণয় করতে হলে সেটি যে সময় তৈরি হয়েছে সেই সময় থেকে বর্তমান সময়ে ঠিক কতদিন এবং কত বছর হয়েছে অতিবাহিত হয়েছে সে সময় কে নির্ণয় করা হয়। এই অতিবাহিত সময়টি হচ্ছে ঐ বস্তুর বয়স।

একটি Age Calculator বা বয়স ক্যালকুলেটর মূলত বর্তমান সময় থেকে আপনার জন্ম তারিখ বিয়োগ করে থাকে এবং বিয়োগফলকে উপস্থাপন করে থাকে। এক্ষেত্রে বেশ কিছু নিয়ম মানা হয়ে থাকে দিন, মাস, বছর হিসাব করার ক্ষেত্রে।

মূলত এভাবে বয়স ক্যালকুলেটর এর সফটওয়্যার কাজ করে থাকে এবং সঠিক বয়স দেখিয়ে থাকে।

বয়স ক্যালকুলেটর

ধরুন আপনার জন্য আপনার জন্ম ২০০০ সালে এবং বর্তমানে ২০২২ সাল চলছে। সেই ক্ষেত্রে আপনার বয়স হচ্ছে: 2022-2000 = 22 বছর। একইভাবে মাস এবং দিনের হিসাব করার জন্য আমাদের লেখা বয়স নির্ণয়ে দিন ও মাস কিভাবে হিসাব করা হয় আর্টিকেলটি পড়তে পারেন।

বয়স ক্যালকুলেটর কতটা নির্ভুল?

সারা পৃথিবী জুড়ে বিভিন্ন সংস্কৃতিতে বয়স গণনা করার অনেকগুলো পদ্ধতি রয়েছে। বয়স গণনা করার এই পদ্ধতিগুলোর ভিত্তিতে আলাদা আলাদা করে হিসাব করা হয়ে থাকে। কিছু নিয়মের ক্ষেত্রে দেখা যায় লিপিয়ার গণনা করা হয় না। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় প্রত্যেক মাসকে 30 দিন ধরে হিসাব করা হয়ে থাকে। এ ধরনের বিভিন্ন বিচিত্রতা হিসাবগুলোয় দেখা যায়। আমাদের এই বয়স ক্যালকুলেটরটি আমরা আন্তর্জাতিক এককের উপরে ভিত্তি করে তৈরি করেছি। এটি মূলত সারা পৃথিবী জুড়ে ব্যবহার করা হয়ে থাকে।

সব ক্যালকুলেটর