এখানে আপনার টেক্সট টাইপ করুন বা পেস্ট করুন:
ওয়ার্ড কাউন্টার যেভাবে ব্যবহার করবেন
আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন লেখার অক্ষর কতগুলো হয়েছে বা শব্দ কতগুলো হয়েছে সেটা দেখার প্রয়োজন পড়ে। যেমন আমরা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে গেলে আমাদের ওয়ার্ড সংখ্যা কতটুকু হয়েছে সেটা দেখার প্রয়োজন অনেক সময় হয়। এক্ষেত্রে কিছু সময় দেখা যায় আমরা এমন কোথাও লেখাটা লিখেছি যেখান থেকে ঠিক ভাবে দেখা যায় না যে শব্দ সংখ্যা কয়টি। আপনি লেখাটা সেখান থেকে কপি করে আমাদের এই টুলের মধ্যে পেস্ট করলে দেখতে পাবেন লেখাটির ভিতর কতটি শব্দ বা অক্ষর রয়েছে।
আপনার যদি জানা থাকে কতগুলো শব্দ আপনি লেখাটিতে ব্যবহার করেছেন সে ক্ষেত্রে আপনি আলাদা একটি ধারণা পাবেন আপনার লেখার বিস্তার সম্পর্কে। অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখতে পাই একটু বড় লেখা সবসময় কোন একটি টপিককে সহজে এবং সঠিকভাবে বুঝাতে সাহায্য করে। এ জন্য কতগুলো শব্দ ব্যবহার করা হয়েছে সে সম্পর্কে ধারণা রাখাটা গুরুত্বপূর্ণ।
ওয়ার্ড কাউন্টার যেভাবে কাজ করে:
আপনি যদি কোন একটি লেখার শব্দ সংখ্যা হিসাব করতে চান তবে সেই লেখাটিতে যতগুলো শব্দ রয়েছে তার পরিমাণ দেখুন। সেটই হচ্ছে সেই লেখাটার শব্দ সংখ্যা এবং এই শব্দ চেনার জন্য আপনাকে অক্ষর গুলোর মধ্যে স্পেস দেখতে হবে। প্রতিটি শব্দ আলাদা আলাদা স্থানে অবস্থান করে, একত্রে নয়।
এসকল বিষয় মাথায় রাখলে আপনি নিজে থেকেই শব্দ সংখ্যা গণনা করতে পারবেন। তবে অক্ষর সংখ্যা গণনা করতে হলে অনেক সময় প্রয়োজন হয়ে থাকে। যার জন্য এ ধরনের টুল ইউজ করাই বুদ্ধিমানের কাজ।
ধরুন আপনি একটি লাইন কপি করে নিয়ে এসেছেন যেটায় লেখা রয়েছে "Pathgriho word counter" সুতরাং মোটমাট শব্দ রয়েছে ৩ টি ও অক্ষর রয়েছে ২২ টি।
ওয়ার্ড কাউন্টার কতটা নির্ভুল?
সারা পৃথিবী জুড়ে বিভিন্ন ভাষা রয়েছে এবং এই ভাষাগুলোর অক্ষরে অনেক ধরনের শব্দ রয়েছে যেগুলো আসলে পূর্ণ শব্দ নয়। সেক্ষেত্রে ওয়ার্ড কাউন্টর সফটওয়্যারগুলো এগুলোকে শব্দ হিসেবে ধরলেও প্রকৃতপক্ষে এগুলো শব্দ হিসেবে ব্যবহার করা হয় না সে ক্ষেত্রে অধিকাংশ সফটওয়্যারগুলো ভুল তথ্য প্রদর্শন করে থাকে। তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এই ভুলগুলো খুবই কম ঘটে থাকে। কেননা ওই ধরনের শব্দগুলো ভাষাতে খুব অল্প পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে। এজন্য আপনি চাইলে সাধারণ কাজের জন্য ওয়ার্ড কাউন্টার গুলো ব্যবহার করতে পারেন।
Copyright © 2022 Pathgriho - All rights reserved